বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০২:০৮ পূর্বাহ্ন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পুনর্বাসন পাড়া গ্রামে এক অসহায় পরিবারের করুন আর্তনাদ। দীর্ঘ ৪০ বছর যাবৎ বসবাসরত বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি সহ বিভিন্ন প্রকার মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে বলে জানান পরিবারের কর্তা বৃদ্ধ শাহাজাহান খলিফা।
শাহাজাহান খলিফার ছেলে মোঃ আনোয়ার জানান, তারা এখন অসহায়। প্রতিনিয়ত পরিবারের সদস্যদের গালমন্দ সহ তাড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে আসছে। আমাদের কাছে স্থানীয় হেডম্যান প্রতিবেদন রয়েছে। ১৯৯৬ সালে শান্তিচুক্তির পর থেকে বন্দোবস্ত বন্ধ থাকায় এখন জমির পুরো কাগজ পত্র হাতে আসেনি। তবে দীর্ঘ ৪০ বছর উক্ত জায়গায় স্থায়ীভাবে বসবাস করে আসছি এবং একটি পাড়া কেন্দ্রও স্থাপন হয়েছে, সেখানে বর্তমানে শিশুরা লেখা পড়া করছে।
বৃদ্ধ শাহাজাহান খলিফা জানান, দীর্ঘ ৪০ বছর যাবত বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে বসবাস করে পাহাড়ী ভুমি আবাদ করে গাছ পালা ও ক্ষেত খামার চাষাবাদ করে আসছি। এখন আমার বাড়ীর পার্শ্ববর্তী জনৈক ইসমাইল নামের এক ব্যক্তি তার বসতভিটে নিজের দাবি করে দখলের চেষ্টা সহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলার হুমকি সহ স্থানীয় প্রশাসন দিয়ে হয়রানি করে আসছে। মরার সময়ে এভাবে হয়রানি করাই আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ ইসমাইল জানান, তিনি স্থানীয় এক ব্যক্তির নিকট থেকে জায়গাটি ক্রয় করে নিয়েছন। তবে তিনি উচ্ছেদের বিষয়টি অস্বীকার করেন।
অসহায় শাহজান ও তার পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ন্যায় বিচারের জন্য।
Leave a Reply