বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগাড়ছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি দীঘিনালা ৯ মাইলে দুর্বৃত্তদের কর্তৃৃক ৫ম শ্রেণি ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি),হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) দীঘিনালা উপজেলা শাখা।
আজ সোমবার ৩০ জুলাই ২০১৮ সকাল ১০ টায় মিছিলটি দীঘিনালা বাজার থেকে বের করে ৪ নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দীঘিনালা উপজেলা দপ্তর সম্পাদক সুমেশ চাকমা, পিসিপি দীঘিনালা ডিগ্রী কলেজ শাখার সভাপতি রিটেন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার অর্থ সম্পাদক নিরঞ্জন ত্রিপুরা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীরা কোথাও নিরাপদ নয়। প্রতিনিয়ত নারী ধর্ষণ-খুন-গুম-অপহরণ ও নির্যাতনের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। না হলে ঘাতকরা দীঘিনালা খাগড়াছড়ি মেইন সড়কের পার্শে^র এই নির্মম ঘটনা ঘটাতে সাহস পেত না। আজ দুই দিন হল অপরাধীদের গ্রেফতার করতে পারিনি প্রশাসন।
বিক্ষোভ প্রতিবাদে বক্তারা ৫ম শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের নির্মমভাবে হত্যার ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারে দাবি জানানো হয়।
Leave a Reply