শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২৪ পূর্বাহ্ন
মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধিঃ
বান্দরবানে রুমা উপজেলার দুর্গম অঞ্চলে গিয়ে ৫৫ হতদরিদ্র পরিবারের মাঝে ক্ষুদ্র উপহার তুলে দিলেন ‘‘মানুষের জন্য আমরা’’ এই প্রতিপাদ্যকে সামনে এনে এগিয়ে এলেন রুমার সচেতন নাগরিক।
আজ বুধবার সকালে কমলা বাজার এলাকার বিভিন্ন দুর্গম পাড়া থেকে আসা হতদরিদ্রদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ‘‘মানুষের জন্য আমরা’’ এর সচেতন নাগরিক এর প্রধান উদ্যোক্তা রুমা অগ্রবংশ অনাথালয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: নাইদিয়া ভিক্ষু, বাংলাদেশ আ.লীগ এর রুমা শাখার দপ্তর সম্পাদক বরেণ ত্রিপুরাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষককেরা প্রমুখ।
এ বিষয়ে সচেতন নাগরিক সংগঠনের উ: নাইদিয়া ভিক্ষু জানান, মহামারী করোনাভাইরাস (কোভিট-১৯) সারাবিশে^ ছড়িয়ে পরে কর্মহীন হয়ে পরা হতদরিদ্রদের পাশাপাশি এ প্রত্যন্ত অঞ্চলের বয়স্ক ,বিধবা ও অসহায় মানুষের সেবায় এ সংগঠনটি ক্ষুদ্র উপহার ত্রাণ সামগ্রী তুলে দেয়ার জন্য সর্বদায় পাশে থাকবে।
তারা আরো বলেন, এ করোনা যতদিন থাকবে ততদিন ‘‘মানুষের জন্য আমরা’’ সচেতন নাগরিক সাধারণ মানুষের পাশে ত্রাণ সহায়তা দিয়ে পাশে থাকবে।
Leave a Reply