শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ৮কোটি ৬৩লাখ ২১হাজার টাকা প্রকল্প দুটি ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়বোর্ড বান্দরবান ইউনিট এর প্রধান মোহাম্মদ আবুবিন ইয়াসিন আরাফাত, আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত,পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচংগ্যা প্রমুখ।
আজ শনিবার ৫ মে সকাল ১০ ঘটিকার সময় বান্দরবান রোয়াংছড়ি উপজেলা এলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী সড়কে গার্ডার ব্রীজ, রাস্তা এবং কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (ক্যং) ভিত্তি প্রস্তর করেন প্রতিমন্ত্রী । লাপাইগয় পাড়া হতে সাধু হেডম্যান পাড়া পর্যন্ত ১টি আর,সি,সি গার্ডার ব্রীজ ও ৫ কি:মি: রাস্তা বরাদ্দকৃত ৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার এবং রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার বরাদ্দকৃত ৭০ লাখ টাকা।
ভিত্তি প্রস্তর স্থাপন সময় প্রতিমন্ত্রী পাড়া বাসিদের উদ্দেশ্যে বলেন, পাড়াবাসিদের মঙ্গলের জন্য সর্বদায় পাশে আছি,ভবিষ্যতেও থাকবো। উন্নয় কর্মকান্ডে কেউ যদি বাধা দেয় বা ঠিকাদার কাজ থেকে মোটা অংকে চাঁদা আদায় করলে, পাড়াবাসীরা এগিয়ে আসতে হবে এবং প্রতিহত করতে হবে।
রাজনীতি করতে হলে জনগণের মনকে জয় করতে হবে। জনগন হচ্ছে সব শক্তি উৎস, বন্দুকের নল নয় বীর বাহাদুর উশেসিং এমপি।
Leave a Reply