মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে উদযাপিত করল জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ বান্দরবান দলবনিয়া এলাকায় বন্যা দূর্গতদের মাঝে মোবাইল হেলথ ক্যাম্প ইউপিডিএফের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে অবরোধ চলছে কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে – শাহ্ মোজাহিদ রোয়াংছড়ি তুলাছড়ি পাড়ায় প্রতিবেশ পুনরুদ্ধারে পিআইসি’র কমিউনিটি চার্টার বিষয়ক মতবিনিময় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারকে শক্তি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে শিশুসহ একই পরিবারের আহত ৪ বাান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে বিষয়ে ওরিয়েন্টেশন করল গ্রীনহিল দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি মানিকছড়িতে মাশরুম চাষে সফল ইঞ্জিনিয়ার সানি মারমা
ইউএনডিপি-সিএইচটিডিএফ’র ২১০টি  বিদ্যালয় শিক্ষকগণের চাকুরী জাতীয়করণের গেজেট প্রকাশের দাবীতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

ইউএনডিপি-সিএইচটিডিএফ’র ২১০টি  বিদ্যালয় শিক্ষকগণের চাকুরী জাতীয়করণের গেজেট প্রকাশের দাবীতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

শেখ ইমতিয়াজ কামাল ইমন রাঙ্গামাটিঃ

পার্বত্য জেলা পরিষদের আওয়তায় তিন পার্বত্য জেলায় ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রকল্পের সহায়তায় স্থাপিত ২১০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও বিদ্যালয়গুলোর শিক্ষকগণের চাকুরী জাতীয়করণের গেজেট প্রকাশ করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে তিন পার্বত্য জেলার কর্মরত বিদ্যালয়গুলোর শিক্ষকগণ।

আজ ৮ জুন শনিবার দুপুরে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ইউএনডিপি-সিএইচটিডিবি’র পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকদের এডহক কমিটি এই সংবাদ সম্মেলনটি করেন।

এসময় বক্তব্য রাখেন, তিন পার্বত্য জেলার ইউএনডিপি-সিএইচটিডিবি’র পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকদের এডহক কমিটির আহবায়ক অরুন কুমার তংচঙ্গ্যা, সদস্য সচিব প্রশান্ত ত্রিপুরা, সদস্য উচহাই মারমা ও সুতিল কুমার তংচঙ্গ্যা প্রমুখ।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, বিগত ২০১৭ সালে ২০ ফেব্রুয়ারী পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদের আওতায় ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রকল্পের সহায়তায় স্থাপিত ২১০টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও বিদ্যালয়গুলো জাতীয়করণের প্রায় ২ বছরের অধিক সময় অতিবাহিত হলেও এইসব বিদ্যালয়ে কর্মরত ৮৪০ জন শিক্ষকদের চাকুরী এখনো পর্যন্ত জাতীয়করণের করা হয়নি।

তাই জাতীয়করণকৃত তিন পার্বত্য জেলা পরিষদের আওতায় ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রকল্পের সহায়তায় স্থাপিত ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের চাকুরী জাতীয়করণের গেজেট প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান শিক্ষকগণ।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology