শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটিতে দোলযাত্রা হোলি রঙের উৎসব পালিত বান্দরবানে উদযাপিত করল জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ বান্দরবান দলবনিয়া এলাকায় বন্যা দূর্গতদের মাঝে মোবাইল হেলথ ক্যাম্প ইউপিডিএফের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে অবরোধ চলছে কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে – শাহ্ মোজাহিদ রোয়াংছড়ি তুলাছড়ি পাড়ায় প্রতিবেশ পুনরুদ্ধারে পিআইসি’র কমিউনিটি চার্টার বিষয়ক মতবিনিময় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারকে শক্তি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে শিশুসহ একই পরিবারের আহত ৪ বাান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে বিষয়ে ওরিয়েন্টেশন করল গ্রীনহিল দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
থানচিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

থানচিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

থানচি প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বান্দরবানের থানচিতে স্বাস্থ্য বিধি অনুসরণ করে অমর একুশে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

২১শে ফেব্রুয়ারী রবিবার রাত ১২:০১ টা সময় প্রভাত ফেরী ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী এবং সামাজিক প্রতিষ্ঠান সমূহ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করেন। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী আধাসরকারী ও স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবণসমূহে সঠিক নিয়মে, সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন করা হয়। কর্মসূচীর অংশ হিসাবে সকাল সাড়ে ৮ টায় আবৃত্তি, নান্দনিক হস্তক্ষর লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টা সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতি উদ্দেশ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুল জ্জামান মুরাদ, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলা সকাল বিভাগীয় প্রধান এবং তাঁর নিয়ন্ত্রিত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology