মহেশখালীতে আনসার ও ভিডিপি সমাবেশ ১৮ ই ডিসেম্বর সকাল ১০ টায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে কক্সবাজার সদর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভপতিত্ব করেন উপজেলা প্রশিক্ষক তায়েফুর রহমান এবং পরিচালনা করেন আনসার ভিডিপি সদস্য শহাজাহান। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান মারুফ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম। আরো ছিলেন বড় মহেশখালী ইউনিয়নের টিম লিডার মোঃ আলমগীর কবির আযাদ,মহিলা টিম লিডার মেহের সুলতানা, শাপলাপুর ইউনিয়নের টিম লিডার জসিম উদ্দিন এ ছাড়া প্রতিটি ইউনিয়নের আনসার ভিডিপি সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি বলেন, আনসার ভিডিপির সদস্যরা আইন শৃংখলা ও সমাজসেবা মূলক কাজে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করে। এই দায়িত্ব যাতে অব্যাহত থাকে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। সমাবেশ শেষে আইন শৃংখলা ও সমাজ সেবা মূলক কাজে অবদান রাখায় বড় মহেশখালী ইউনিয়ন টিম লিডার মোঃ আলমগীর কবির আযাদ কে শ্রেষ্ট টিম লিডার হিসাবে পুরস্কারে ভুষিত করেছেন।
Leave a Reply