মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন, রাঙ্গামাটিঃ
কাপ্তাই উপজেলার দুর্গম চাকুয়া পাড়ায় ও চিৎমরমে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস এর বাধা শর্তেও পৃথক নির্বাচনী সমাবেশে হাজারো জনসমর্থনের ঢল।
সমাবেশে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের মানুষ উন্নয়নে বিশ্বাসী তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অস্ত্রধারীদেও বাধা উপেক্ষা করে সভায় যোগ দেয়াতেই আমাদের জয় হয়ে গেছে। এই জয়ের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের নেতা কর্মীদেও সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান। দুর্গম চাকুয়া পাড়া ও চিৎমরম এলাকায় নির্বাচনী জন সমাবেশে তিনি এ কথা বলেন।
আরো বলেন, পার্বত্য চুক্তির কোথাও লেখা ছিলো না পাহাড় থেকে বাঙ্গালীদের তাড়িয়ে দেয়া হবে। আমাদের আঞ্চলিক রাজনৈতিক দল গুলো পাহাড়ে আবারো অশান্তি সৃষ্টির জন্য বাঙ্গালী তাড়াতে হবে এমন আওয়াজ তুলে। কিন্তু আমি দীপংকর তালুকদার বলছি পাহাড় থেকে কাউকে বের করতে হল আগে আমাকে বের করতে হবে। আগে আমাকে বের করে তার পর যে কোন সম্প্রদায়কে পার্বত্য অঞ্চলে বের করতে হবে। তিনি বলেন, এই কথা বলাতে আজ আমি আঞ্চলিজ রাজনৈতিক দলের প্রধান সন্তু বাবু, ঊষাতন তালুকদারের কাছে শত্রু হয়ে গেছি। আমার কারণে তারা পাহাড় থেকে বাঙ্গালী তাড়াতে পারেনি।
এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংসুছাইন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার থোয়াই চিং মারমা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, জেল যুবলীগ নেতা ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আজম, মোঃ আবু তৈয়ব সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে চিৎমরং ইউনিয়নের ৫নং মৌজার মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে উপজেলার আওয়ামীলীগের মধ্যস্থতায় দীপংকর তালুকদারের কাছে প্রায় ২০০ নেতা-কর্মী মিছিল সহকাওে জয় বাংলা শ্লোগানের মাধ্যমে আওয়ামীলীগে যোগদান করেন।
Leave a Reply