রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
রিমন পালিত, স্টাফ রিপোর্টারঃ
বান্দরবান শৈলপ্রপাতে নিজস্ব প্রাইভেট কার খাদে পরে ২ জন আহত হয়েছে। বাকি দুই জন সুস্থ রয়েছে বলে জানা গেছে।
আজ নীলগিরি হতে বান্দরবান আসার পথে দুপুর ১২ টার দিকে নিজস্ব প্রভেটকারে ঢাকা মেট্টো ১৮২২৯৫শৈলপ্রপাতে পৌছালে গাড়ি টি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ি তে অবস্থান রত মোঃ এরশাদ ৪০ পিতঃ মোঃ ইমাম উদ্দিন, গ্রাম কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা ও তার ছেলে শুভ ১৩, আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাড়ি তে ০৪ জন ছিল। বাকী ০২ জন সুস্থ রয়েছে। .
Leave a Reply