শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
“মাদক ছেড়ে কলম ধরি ” দেশ গড়ার শপথ করি” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে মাদক জঙ্গি ও ইভটিজিং বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতা করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় বান্দরবান সদর থানার আয়োজনে বান্দরবানের উপ-শহর বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাদক জঙ্গি ও ইভটিজিং বিষয়ে সচেতনতা করার লক্ষে এই কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনষ্ঠিত হয়।
বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সভাপতিত্বে মাদক জঙ্গি ও ইভটিজিং বিষয়ে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মাদক জঙ্গি ইভটিজিং বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতা ও শিক্ষা মূলক বিভিন্ন বিষয়ে ধারণা দেন।
এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, সারাদেশে ধর্ষণ খুন ইভটিজিং ও মাদকের ভয়াবহতা যেভাবে বাড়ছে আমাদের ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে সচেতন করতে কমিউনিটি পুলিশিং আলোচনা সভার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য আমরা বিভিন্ন স্কুল কলেজে এ আলোচনা সভা করে আসছে।
ওসি আরো বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এর ভালো খারাপ দিকগুলো সম্পর্কে ধারণা দেন।
Leave a Reply