সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আমরা বান্দরবান বিশ্ববিদ্যালয় খুলেছি ব্যবসার উদ্দেশ্যে নয়। এই এলাকায় গরীব মেধাবী শিক্ষার্থী আছে, যারা বাইরে গিয়ে উচ্চ শিক্ষা নিতে পারছেন না তাদের উদ্দেশ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পথ চলা। আমরা কোয়ালিটি চায়, কোয়ান্টিটি নয়। বিশ্ববিদ্যালয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই বাছাই করে একজন ভাইস চ্যান্সেলর পাঠিয়েছেন এবং ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে লিয়াজো করার জন্য ঢাকায় একটি অফিস করার নির্দেশও দিয়েছেন- বান্দরবান বিশ্ববিদ্যালয় ভিত্তি প্রস্তর স্থাপন কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
আজ ৩১ আগস্ট রোজ শনিবার দুপুর ১১ ঘটিকার সময় বান্দরবান সদর সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ^বিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস ভিত্তি প্রস্তর করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান ভাইস চ্যান্সেলর ড. এএফ ইমাস আলী, জেল পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা চেয়াম্যান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী, গণ্যমাণ্য বক্তীবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যশৈহ্লা বলেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়টি ১’শ একরে নিজস্ব ক্যাম্পাস ভবন স্থাপিত হচ্ছে। আগামী দুই বছরে মধ্যে ক্যাম্পাসটি চালু করা হবে আধুনিক ইকো পার্কের মত। দেশের ভালো মানের বিশ্ববিদ্যালয়ে যে রকম সুযোগ সুবিধা রয়েছে ঠিক তেমনি সুযোগ সুবিধা করা হবে। মেয়েদের আবাসিক হোস্টেলের ব্যবস্থা থাকবে সেই সাথে শিক্ষার্থীরা যাতে যাতায়াত করতে পারে তার জন্য বাস সার্ভিস চালু করা হবে। আর শিক্ষার মান বজায় রাখার জন্য শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা হবে।
Leave a Reply