বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন
মংহাইথুই মারমা, রুমা প্রতিনিধিঃ
বান্দরবানে রুমা উপজেলার যৌথ অভিযানে ৭০-৮০শতক আফিম ক্ষেত ধ্বংস করেছে। আজ শনিবার ভোর পাঁচটায় রুমা সেনা জোন লে. তানজিমুল ইসলাম এর নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান চালানো হয়। এতে সামরিক গোয়েন্দা সংস্থাদের সহযোগিতায় তংগ্রী ম্রো ঝিরির উপরে গভীর জঙ্গলে আফিম ক্ষেতটি ধ্বংস করা হয়েছে।
সেনা জোনে সংশ্লিষ্ট সূত্রে জানায়, ভোর ৫টায় থেকে জোন কর্মকর্তা নেতৃত্বে একটি সেনা দল রুমায় উপজেলার ৮নং ওয়ার্ডের শৈরাতং পাড়ার আশেপাশে ঝিরির দুর্গম পাহাড়ের ঝোঁপের আড়ালে আফিম ক্ষেত পাওয়া গিয়েছিল। আনুমানিক প্রায় ৭০-৮০শতক জমিতে পপি(আফিম) ক্ষেত ধ্বংস করা হয়েছে। তবে কোন চাষাবাদকারীদের আটক করা যায় নি।
এ দিকে থানা কর্মকর্তা(ওসি) মো: আবুল কাশেম জানান, অবৈধ কাজের সাথে লিপ্ত থাকার ব্যক্তিদের আটক করা হবে। তবে এখনও পযর্ন্ত কোন চাষাবাদ ব্যাক্তিদের গ্রেফতার করতে পারিনি।
Leave a Reply