মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে উদযাপিত করল জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ বান্দরবান দলবনিয়া এলাকায় বন্যা দূর্গতদের মাঝে মোবাইল হেলথ ক্যাম্প ইউপিডিএফের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে অবরোধ চলছে কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে – শাহ্ মোজাহিদ রোয়াংছড়ি তুলাছড়ি পাড়ায় প্রতিবেশ পুনরুদ্ধারে পিআইসি’র কমিউনিটি চার্টার বিষয়ক মতবিনিময় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারকে শক্তি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে শিশুসহ একই পরিবারের আহত ৪ বাান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে বিষয়ে ওরিয়েন্টেশন করল গ্রীনহিল দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি মানিকছড়িতে মাশরুম চাষে সফল ইঞ্জিনিয়ার সানি মারমা
বান্দরবানে ৭ বোতল ফেনসিডিল সহ ২ জন আটক

বান্দরবানে ৭ বোতল ফেনসিডিল সহ ২ জন আটক

রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে ৭ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ৯ জুন শনিবার সন্ধ্যা আট ঘটিকায় বান্দরবান কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন রাস্তা থেকে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ । এই সময় তাদের হাত থেকে ৭ বোতল ফেনসিডিল ও একটি ধারালো ছুড়ি উদ্ধার করা হয় ।

আটককৃতরা হলেন বান্দরবান ইসলামপুর এলাকার ৯ নং ওর্য়াডের মো: রিপন (৩২), পিতা:মৃত সৈয়দ নুর , মাতা, জরিনা খুতুন , সাতকানিয়া থানার পশ্চিম মৈশামৈরা গ্রামের রিপন বিশ্বাস (৩৮) পিতা : সোনা বিশ্বাস (৭৫) ,মাতা: মাধুরী বিশ্বাস (৬৫) ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নির্দেশনায় বান্দরবান থানার এসআই বিকাশ রুদ্রের নেতৃতে অভিযান চালিয়ে একটি ধারালো ছুরি সহ তাদের হাতে নাতে আটক করে বান্দরবান ডিবি পুলিশ ।

এই সময় ডিবি পুলিশ জানান, মসজিদ মার্কেটের চাউল ব্যাবসায়ী মো: রিপন চাউল ব্যাবসায় অগোচরে র্দীঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। আর তাকে সাহায্য করছিল বান্দরবান পূর্রবী হোটেলের কর্মচারী রিপন বিশ্বাস।

নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনা করা হলে তাদের হাতে নাতে আটক করা হয়। আসামীদের গ্রেফতারের পর বান্দরবান থানায় সোর্পদ করা হয়েছে ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology